parbattanews

ইভটেজিংকে কেন্দ্র করে স্কুল-কলেজ ছাত্রদের সংঘর্ষ

 

স্টাফ রিপোর্টার : 

এক তরুণীকে ইভটেজিং করার ঘটনাকে কেন্দ্র করে বান্দরবান কলেজ ছাত্র ও স্কুল পড়ুয়া ছাত্রদের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ সৌমেন চাকমা ও সৌরভ চাকমাকে আটক করে।

পুলিশ ও ছাত্ররা জানায়, বালাঘাটার সুমনা তঞ্চগ্যাকে রবিবার বান্দরবান সরকারী কলেজের ৩য় বর্ষের ছাত্র চরণ চাকমা মোবাইল ফোনে ইভটেজিং করে আসছিল। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে সুমনা চাকমার ভাই বাপ্পি চাকমা তার বন্ধু সৌমেন চাকমা ও সৌরভ চাকমাসহ বিশ-ত্রিশ জন নিয়ে বান্দরবান সরকারী কলেজ ছাত্রাবাসে হামলা চালায়। হামলায় কলেজ ছাত্র ক্যাচিং মার্মা আহত হয়। হামলার ঘটনা শুনে চরণ চাকমা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সৌমেন চাকমা ও সৌরভ চাকমাকে আটক করে থানায় নিয়ে আসে।

সদর থানার তদন্ত কর্মকর্তা আমির হোসেন জানান, বালাঘাটার এক তরুণীকে মোবাইলে ইভটেজিং করায় স্কুল-কলেজ ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হয়। সৌমেন চাকমা ও সৌরভ চাকমা এসএসসি পরিক্ষার্থী হওয়ায় তাদেরকে অভিবাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

Exit mobile version