parbattanews

‘সরকারের অনেক সিদ্ধান্ত ইমামরা মাঠ পর্যায়ে বাস্তবায়নে সহায়তা করেন’

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান বলেছেন, মাঠ পর্যায়ে সরকারের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নে ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। জঙ্গীবাদ নির্মূল, ইভটিজিং, বাল্য বিবাহসহ নানা জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ইমামদের সম্পৃক্ততা সবসময় পাওয়া যায়। কারণ সমাজের কাছে ইমামদের গ্রহণযোগ্যতা রয়েছে।

বুধবার (৭ অক্টোবর) কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা মডেল রিসোর্স সেন্টারে উপজেলা ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

কাপ্তাই ইসলামিক ফাউণ্ডেশন এর ফিল্ড সুপারভাইজার এম মঈনুল আলম মুবিন এর সভাপতিত্বে এইসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন, ইসলামিক ফাউণ্ডেশন রাঙ্গামাটি জেলার ফিল্ড সুপারভাইজার আলী আহসান ভুইঁয়া।

উপজেলা মডেল মসজিদের খতিব মোঃ সোলাইমান এর সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইফার কেয়ারটেকার মোঃ সিরাজুল ইসলাম, কেপিএম মসজিদের ইমাম মোঃ শাহজালাল ফারুকী।

সম্মেলনে কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ বিভিন্ন মসজিদের ইমাম এবং খতিবরা উপস্থিত ছিলেন।

Exit mobile version