parbattanews

ইমাম মুসলিম ইসলামিক সেন্টারের কার্যকরী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক কক্সবাজার:

ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত কক্সবাজারের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইমাম মুসলিম (রহ:) ইসলামিক সেন্টারের কার্যকরী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ মাগরিব মাদ্রাসা মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন বাংলা বাজারস্থ যায়েদ বিন সাবেদ (রা:) মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুবিনুল হক। বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয় যে, আগমী ৪ ও ৫ এপ্রিল মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি সভা চলাকালীন দুইদিন ব্যাপী আন্তর্জাতিকমানের আরবী ভাষা প্রশিক্ষণ কর্মশালা করারও সিদ্ধান্ত গৃহিত হয়।

বৈঠকে মাদ্রাসার বার্ষিক আয়-ব্যয়ের হিসাব, শিক্ষা কার্যক্রমের অগ্রগতি এবং প্রাতিষ্ঠানিক বিভিন্ন কার্যক্রমের প্রতিবেদন পেশ করা হয়। কমিটির সদস্যরা প্রতিবেদন দেখে সম্মিলিতভাবে সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়াও মাদ্রাসার সার্বিক কার্যক্রম এগিয়ে নেয়ার বিষয়ে ব্যাপক সিদ্ধান্ত গৃহিত হয়।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা ছালাহুল ইসলাম, নির্বাহী পরিচালক ক্বারী মাওলানা মুহাম্মদ ওসমান, শিক্ষা পরিচালক মাওলানা আলতাফ হোসাইন, শাইখুল হাদিস আল্লামা আবদুর রহিম রাহী, হিসাব রক্ষক মুহাম্মদ ফেরদৌস, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মুহসিন শরীফ, হ্নীলা জামেয়া দারুচ্ছুন্নাহ’র পরিচালক মাওলানা আফছার উদ্দিন চৌধূরী, সাংবাদিক এবং মাদ্রাসার উচ্চ কমিটির সদস্য হাফেজ মুহাম্মদ কাসেম, সাংবাদিক আবদুল্লাহ নয়ন প্রমুখ।

Exit mobile version