parbattanews

ইরাকে কমান্ডারসহ ৬০ আইএসআইএল সন্ত্রাসী নিহত

cd13b1e4f1e7ba6516be78e3e3c70bd9_XLআন্তর্জাতিক ডেস্ক:

ইরাকের পশ্চিমাঞ্চলীয় গোলযোগপূর্ণ আনবার প্রদেশে সেনাবাহিনী ব্যাপক অভিযানে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের শার্ষস্থানীয় কমান্ডারসহ অন্তত ৬০ সন্ত্রাসী নিহত হয়েছে।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, আনবার প্রদেশের পশ্চিম অংশে অবস্থিত আল কায়িম শহরে এসব সন্ত্রাসী নিহত হয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র সাদ মোয়েন বলেছেন, বিমান বাহিনীর সহযোগোগিতায় চালানো এ অভিযানে আইএসআইএলের শীর্ষস্থানীয় কয়েকজন কমান্ডারসহ অন্তত ৬০ সন্ত্রাসী নিহত হয়েছে।

মোয়েন আরো বলেন,অভিযানে নিহত সন্ত্রাসীদের মধ্যে আল কায়িম শহরের প্রধান কমান্ডারও রয়েছে। এছাড়া,  ইরাকি সেনাবাহিনী স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় উত্তরাঞ্চলীয় তিকরিত শহরের নিকটবর্তী আলবু আজিল গ্রাম সন্ত্রাসী মুক্ত করতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।

এছাড়া, ইরাকি সেনাবাহিনী রাজধানী বাগদাদ থেকে ৭০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত কারিয়াত আল-রশিদ শহর সন্ত্রাসীদের কাছ থেকে পুর্নদখলে নিয়েছে। আইএসআইএলের সঙ্গে প্রচণ্ড লড়াইয়ের পর গতকাল এ শহর মুক্ত করা হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে।

তিকরিত থেকে আইএসআইএলকে হটিয়ে দেয়ার লক্ষ্যে সেনাবাহিনী গত ২রা মার্চ থেকে অভিযান শুরু করেছে। এতে সন্ত্রাসীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।-আইআরআইবি।

Exit mobile version