parbattanews

ইরাকে বিমান হামলায় ১৫০ সন্ত্রাসী নিহত

59ef6fabcc1ae21b7dbaa40f042360c3_XLআন্তর্জাতিক ডেস্ক:
ইরাকের আল-আনবার ও সালাহউদ্দিন প্রদেশে বিমান হামলায় উগ্রবাদী আইএসআইএল গোষ্ঠীর অন্তত ১৫০ সন্ত্রাসী নিহত হয়েছে।

ইরাকি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সালাহউদ্দিন প্রদেশে আইএসআইএল’র অবস্থানে বিমান বাহিনী জঙ্গিবিমানের সাহায্যে হামলা চালায়। এছাড়া, রাজধানী বাগদাদের ৪৮ কিলোমিটার পশ্চিমে আল-কারমা শহরে সন্ত্রাসীদের সুনির্দিষ্ট অবস্থানে হামলা চালানো হয়েছে। এ দুই অভিযানে এসব সন্ত্রাসী নিহত হয়।

ইরাকি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো জানানো হয়েছে, বিমান হামলায় সন্ত্রাসীদের অন্তত ২৫টি গাড়ি ধ্বংস হয়েছে। কারমা শহরের কাছে আইএসআইএল অবস্থানে বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালালে ১৩ জন সন্ত্রাসী নিহত ও দুটি হামভি সামরিক যান ধ্বংস হয়।আমেরিকায় তৈরি এসব গাড়ি আইএসআইএল সন্ত্রাসীরা ব্যবহার করত।

গতকাল রাজধানী বাগদাদের উত্তরে আদ-দৌর শহর দখল করেছে ইরাকের সেনাবাহিনী। এরপর নতুন করে এসব সাফল্যের খবর এল। এসব অভিযানে ইরাকের স্বেচ্ছাসেবক বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।-আইআরআইবি।

Exit mobile version