parbattanews

ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে আবারো প্রতিরোধ যোদ্ধাদের হামলা

ইরাকের ইসলামী প্রতিরোধ সংগঠনের যোদ্ধারা আমেরিকার দুটি সামরিক ঘাঁটিতে নতুন করে হামলা চালিয়েছেন।

রবিবার (৩ ডিসেম্বর) এক বিবৃতিতে জানানো হয়েছে, পশ্চিম ইরাক এবং সিরিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত ওই দুটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার আল-খাজরা এলাকায় অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে একযোগে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এছাড়া, ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশের আইন আল-আসাদ ঘাঁটিতে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।

এর আগে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা অন্য একটি বিবৃতি প্রকাশের মাধ্যমে জানিয়েছিল যে, দখলদার মার্কিন বাহিনীর বিমান হামলায় উত্তর ইরাকে তাদের পাঁচ যোদ্ধা নিহত হয়েছেন। বিবৃতিতে আরো বলা হয়েছিল, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে এসব যোদ্ধা প্রাণ হারিয়েছেন। বিবৃতিতে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আগ পর্যন্ত ইসলামী প্রতিরোধ যোদ্ধারা লড়াই অব্যাহত রাখবেন।

গত দুই মাস ধরে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা মার্কিন বিভিন্ন স্বার্থে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের বর্বর আগ্রাসনে আমেরিকার অকুন্ঠ সমর্থনের প্রতিবাদে এসব হামলা হচ্ছে।

Exit mobile version