parbattanews

ইসরাইলী আগ্রাসন রুখতে ফের রকেটের মজুদ গড়ে তুলছে হামাস

ac413ad99320b5808752b8ca74ad12d6_XLআন্তর্জাতিক ডেস্ক:

ইহুদিবাদী ইসরাইলের সম্ভাব্য আগ্রাসনের জবাব দিতে আবার রকেটের মজুদ গড়ে তুলছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল-কাসসাম ব্রিগেডের কমান্ডার মারওয়ান ঈসা গতকাল (সোমবার) বলেছেন, তারা ইসরাইলের সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াতে চাইছেন না তবে কোনো ধরনের আগ্রাসন হলে তার যেন জবাব দেয়া যায় সে প্রস্তুতি নিশ্চিত করা হচ্ছে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, গাজা নিয়ন্ত্রণকারী সংগঠন হামাস তার রকেট নির্মাণের কাজ অব্যাহত রেখেছে।

এদিকে, অবরুদ্ধ গাজা উপত্যকার অবরোধ তুলে নিতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি বিশ্ব সংস্থাটি গাজার অর্থনৈতিক দুর্দশায় উদ্বেগ প্রকাশ করেছে এবং সেখানকার অর্থনৈতিক অবস্থার উন্নয়নের জন্য সবার আগে অবরোধ তুলে নেয়া প্রয়োজনে বলে উল্লেখ করেছে। এছাড়া, গাজার সামগ্রিক উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির কথা বলেছে জাতিসংঘ।-আইআরআইবি।

Exit mobile version