parbattanews

ইসরাইলের সামরিক অবস্থান লক্ষ্য করে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

গাজা-ভিত্তিক ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোর প্রতি সংহতি জানিয়ে ইহুদিবাদী ইসরাইলের উত্তরাঞ্চলে বেশ কয়েকটি সামরিক অবস্থানে হামলা চালিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

দখলদার বাহিনী গত ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকায় পাশবিক বিমান হামলা শুরু করার পর ৮ অক্টোবর থেকেই উত্তর ইসরাইলের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা শুরু করে হিজবুল্লাহ।

গতকাল (বৃহস্পতিবার) হিজবুল্লাহ আলাদা আলাদা বিবৃতিতে এসব হামলার কথা জানায়। ইসরাইলের ‘মেটুল্লা’ সামরিক ঘাঁটিতে মোতায়েন দু’টি মেরকাভা ট্যাংকের ওপর গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথম হামলাটি চালানো হয়। হামলায় ট্যাংক পরিচালনাকারী ইসরাইলি সেনারা হতাহত হয়েছে।

অধিকৃত লেবাননের তারবিখা শহরে ইসরাইলের একটি পদাতিক বাহিনীর ওপর দ্বিতীয় হামলাটি চালানো হয়। এ হামলায়ও একাধিক ইসরাইলি সেনা হতাহত হয়েছে। উত্তর ইসরাইলের আরো কয়েকটি অবস্থানে বৃহস্পতিবার হামলা চালায় লেবাননের হিজবুল্লাহ।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস ইসরাইলের অভ্যন্তরে অনুপ্রবেশ করে নজিরবিহীন হামলা চালায়। সেদিন থেকেই ইসরাইলের বিমান বাহিনী গাজায় ভয়াবহ রক্তাক্ত অভিযান শুরু করে যা এখন পর্যন্ত বিরতিহীনভাবে চলছে।

বৃহস্পতিবার পর্যন্ত ইসরাইলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ১০,৮১২ জনে দাঁড়িয়েছে যাদের মধ্যে ৪,৪১২ শিশু ও ২,৯১৮ নারী রয়েছেন।

গাজা উপত্যকার ২৩ লাখ মানুষের মধ্যে অন্তত ১৫ লাখ বেসামরিক লোক হামাস-ইসরাইল যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়েছে। ইহুদিবাদী সেনারা গাজার পাশাপাশি দক্ষিণ লেবাননেও হামলা চালিয়ে যাচ্ছে। সেখানে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে ইসরাইলি বাহিনীর রক্তাক্ত যুদ্ধ ছড়িয়ে পড়েছে।

Exit mobile version