parbattanews

ইসরায়েলে হামলার বিষয়ে আগেই জানত রাশিয়া?

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, উত্তেজনা কমানোর লক্ষ্যে তার দেশ ইরান ও ইসরায়েল উভয়ের সঙ্গেই সংলাপ করছে। বুধবার (১৭ এপ্রিল) টাইমস অফ ইসরায়েলের লাইভ প্রতিবেদনে এ খবর জানানো হয়।

দিমিত্রি পেসকভ বলেন, আমরা এই অঞ্চলে (মধ্যপ্রাচ্য) উত্তেজনা বৃদ্ধির বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন। আমরা সব দেশকে সংযম প্রদর্শন করার আহ্বান জানাচ্ছি। কারো স্বার্থে উত্তেজনা বাড়ানো যাবে না।

পেসকভ জানান, রাশিয়া ইরানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রেখেছে। এছাড়া ইসরায়েলের সঙ্গেও গঠনমূলক যোগাযোগ রয়েছে তাদের। এ সময় তেহরান ইসরায়েলে হামলার বিষয়ে রাশিয়াকে আগেই সতর্ক করেছে কিনা জানতে চাইলে পেসকভ বলেন, এ বিষয়ে তার কিছু বলার নেই।

এর আগে মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান ও ইসরায়েলকে নতুন সংঘর্ষের সূত্রপাত করা থেকে বিরত থাকতে সতর্ক করেছিলেন।

Exit mobile version