parbattanews

ইসরায়েলের হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা

ফিলিস্তিন গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলার পর পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে গাজা বাড়ছে মৃত্যুর সংখ্যা। গাজার হাসপাতালে হামলায় শত শত প্রাণহানিতে বিশ্বজুড়ে নিন্দার পরও গাজার জনপদে হামলায় বিরাম দেয়নি ইসরায়েল।

গাজার কয়েক শ লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। উপত্যকাজুড়ে অব্যাহত ধ্বংস, মৃত্যু আর হতাহতের আর্তনাদ।

হামলা, মৃত্যু, কান্না থামছে নাএরই মধ্যে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যস্থতায় নিজের রাফা সীমান্ত ক্রসিং দিয়ে গাজায় পানি, খাদ্য ও ওষুধের মতো জরুরি সামগ্রী পৌঁছে দিতে রাজি হয়েছে মিসর।

ইসরায়েল বলেছে, তারা এতে বাধা দেবে না। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, বোমা হামলায় গাজার শাসকগোষ্ঠী হামাসের শত শত অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা গাজা উপত্যকাজুড়ে হামলা চালিয়ে যাচ্ছে। হামলায় গাজায় থাকা হামাসের ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ার স্থান ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া হামাসের সুড়ঙ্গ, গোয়েন্দা অবকাঠামো, আভিযানিক সদর দপ্তরসহ অন্যান্য স্থাপনা ধ্বংস করা হয়েছে। ইসরায়েলের দাবি, এসব হামলায় ১০ জনের বেশি হামাস সন্ত্রাসী নিহত হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োআভ গালান্ত বলেছেন, হামাসের সন্ত্রাসীদের কাছে দুটি বিকল্প রয়েছে-মৃত্যু অথবা নিঃশর্ত আত্মসমর্পণ। তৃতীয় কোনো বিকল্প নেই।

জবাবে হামাসের মুখপাত্র বলেছেন, তাঁরা ভয় পান না। হামাস জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়া আশ্রয়শিবিরে গত বুধবার ইসরায়েলি বিমান হামলায় তাদের প্রথম নারী রাজনীতিক জামিলা আল-শান্তি (৬৪) নিহত হয়েছেন।

হামাসের গত ৭ অক্টোবরের হামলার জবাবে গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। তাদের বিমান হামলায় গতকাল সন্ধ্যা পর্যন্ত ফিলিস্তিনে অন্তত তিন হাজার ৭৮৫ জন নিহত এবং ১২ হাজারের বেশি আহত হয়েছে। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা এক হাজার ৪০০ ছাড়িয়েছে।

চিনপিং বলেন, সর্বোচ্চ অগ্রাধিকার হলো অতিসত্তর যুদ্ধ বন্ধ করা। গাজায় সংঘাত বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দেওয়ায় গভীর হতাশা প্রকাশ করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। যুদ্ধবিধ্বস্ত গাজায় ২৭ টন ত্রাণ সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে রাশিয়া।

সূত্র : বিবিসি, এএফপি, আলজাজিরা

Exit mobile version