parbattanews

ইসলামপুরের শ্রমিক নেতা গ্রেপ্তারে সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ   

কক্সবাজার সদরের ইসলামপুরের শ্রমিক নেতা আনোয়ার সাদাত খোকনকে গ্রেপ্তার করেছে ঈদগাঁও পুলিশ।  বুধবার (৫ ফেব্রুয়ারী) বিকালে ইসলামপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

খোকন ইসলামপুর ইউনিয়নের ধর্মের ছড়া এলাকার সাবেক মেম্বার শাহজালালের ছেলে। তাকে গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে লবণ মিলের কর্মরত ২/৩ হাজার শ্রমিক। এতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দীর্ঘ ২ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় ৷

পুলিশ জানায়, শ্রমিক নেতা আনোয়ার সাদাত খোকনের বিরুদ্ধে একটি মামলার ওয়ারেন্ট ছিল। এ দিন পুলিশ অভিযান চালিয়ে তার অফিস থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে।

সংবাদটি ছড়িয়ে পড়লে ষড়যন্ত্র মুলকভাবে গ্রেপ্তার করেছে সন্দেহ করে লবণ মিলে কর্মরত ২/৩ হাজার শ্রমিক মিল কারখানা বন্ধ রেখে বিক্ষুব্ধ হয়ে পড়ে। এক পর্যায়ে তারা বিক্ষোভ মিছিল সহকারে ঈদগাঁও তদন্ত কেন্দ্রে এসে তাদের নেতা খোকনের মুক্তি দাবি করে সড়ক অবরোধ করে রাখেন। এবিষয়ে তর্কাতর্কির এক পর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

Exit mobile version