parbattanews

ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মা’ সমাবেশ

 

20170516_114803 copy

রাজস্থলী প্রতিনিধি :

জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার সকাল ১০টায় কাপ্তাই তথ্য অফিস কর্তৃক আয়োজিত বর্তমান সরকারের ১০টি কর্মকাণ্ডকে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা যতন মার্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান উথিনসিন মারমা।

বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, ৩নং বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা। এতে স্বাগত বক্তব্য রাখেন, কাপ্তাই তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মো. হারুন। সভায় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার। তিনি নারীদের অগ্রাধিকার প্রদান করেন। নারীরা আজ অবলা নয়।

শিক্ষার জন্য সরকার বদ্ধপরিকর। বাল্য বিবাহ, ইভটিজিং বা কোন অসামাজিক কার্যকলাপ কারো নজরে পড়লে তাৎক্ষণিক প্রশাসনকে অবহিত করবেন। একজন শিক্ষিত মা একটি শিক্ষিত জাতি প্রতিষ্ঠিত করতে পারে। তারই ধারাবাহিকতায় সকল শিক্ষার্থীদের স্কুলমুখী করার জন্য আহ্বান জানান।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক হারাধন কর্মকার, দুর্নীতি দমনের সাধারণ সম্পাদক শামসুর আলম, সাবেক সেনা সদস্য নুর মাহমুদ। এশিয়ান টিভি প্রতিনিধি আজগর আলী খান, ইউপি সদস্যা সালমা আক্তার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইচংহ্লা মারমা প্রমুখ।

 

Exit mobile version