ইসলামবিরোধী ইনোসেন্স অভ মুসলিমস ভিডিও মুছে ফেলতে ইউটিউবকে নির্দেশ

পার্বত্যনিউজ ডেস্ক:

ইউটিউব থেকে ইসলামবিরোধী একটি ভিডিও মুছে ফেলতে গুগলকে নির্দেশ দিয়েছেন মার্কিন আদালত৷ ইতোপূর্বে পাকিস্তানসহ আরব বিশ্বে ভিডিওটির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে অনেক প্রাণহানি ঘটেছে৷

‘ইনোসেন্স অফ মুসলিমস’ শিরোনামের ছবিটি মুছে ফেলতে এর আগে গুগলকে অনুরোধ করেছিল অনেক দেশ৷ এমনকি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও একই ধরনের অনুরোধ করেন৷ কিন্তু গুগল সে অনুরোধ রক্ষা করেনি৷ ফলে বাংলাদেশ এবং পাকিস্তানসহ কয়েকটি দেশে ইউটিউব বন্ধ করে দেয়া হয়েছিল৷

বৃহস্পতিবার অবশ্য ভিন্ন কারণে ভিডিওটি মুছে ফেলার নির্দেশ দিয়েছেন আদালত৷ ছবিটিতে অভিনয় করা এক নারী অভিনেত্রী আদালতে অভিযোগ করেন, তাঁর অজান্তেই ভিন্ন একটি ছবির ক্লিপ এই ছবিতে যোগ করা হয়েছে এবং তাঁর কণ্ঠও সম্পাদনা করা হয়েছে৷ এর প্রতিবাদে ইউটিউব থেকে ছবিটি সরিয়ে নিতে আদালতের শরণাপন্ন হন সেই অভিনেত্রী৷ সান ফ্রান্সিসকোর আদালত এই অভিযোগ আমলে নিয়ে গুগলকে ভিডিওটি মুছে ফেলার নির্দেশ দিয়েছেন৷

গুগল অবশ্য আদালতে যুক্তি দেখায়, ভিডিওটি সরিয়ে নিলে তা হবে প্রতিষ্ঠানটির বাক-স্বাধীনতার অধিকার নীতির লঙ্ঘন৷ আদালত এই যুক্তি গ্রহণ করেনি৷ মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, গুগল ইতোমধ্যে ভিডিওটি মুছে ফেলেছে৷ তবে প্রতিষ্ঠানটি এই বিষয়ে উচ্চ আদালতে আপিল করবে বলে জানিয়েছে৷

ইউটিউব থেকে ইসলামবিরোধী একটি ভিডিও মুছে ফেলতে গুগলকে নির্দেশ দিয়েছেন মার্কিন আদালত

প্রসঙ্গত, ইউটিউব থেকে ভিডিওটি সরিয়ে নিতে প্রথমে নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন অভিনেত্রী সিন্ডা লি গার্সিয়া৷ কিন্তু তাতে ব্যর্থ হয়ে গুগলের বিরুদ্ধে মামলা করেন তিনি৷ এক বিবৃতিতে গার্সিয়া জানিয়েছেন, ‘‘আমি যুক্তরাষ্ট্রের (মানবাধিকার ও বাক স্বাধীনতা বিষয়ক আইন) ‘ফার্স্ট অ্যামেন্ডমেন্ট’ সমর্থন করি এবং বিদ্বেষ ছড়াচ্ছে এমন কোনো প্রচারণা থেকে নিজেকে দূরে রাখাটা আমার অধিকার মনে করি৷”

উল্লেখ্য, ২০১২ সালে ইসলাম এবং মহানবী হজরত মোহাম্মদকে ব্যঙ্গ করে নির্মিত স্বল্প বাজেটের ছবি ‘ইনোসেন্স অফ মুসলিমস’-এর অংশবিশেষ ইউটিউবে প্রকাশের পর, বিশ্বের বিভিন্ন দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়৷ সেসময় বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলার ঘটনা ঘটে৷ প্রতিবাদ, বিক্ষোভকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় পাকিস্তানসহ কয়েকটি দেশে বেশ কয়েকজন নিহত হন৷

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন