parbattanews

ইসলামাবাদে গবাদিপশুর ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প

কক্সবাজার সদরের ইসলামাবাদে গবাদিপশুর ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সদর প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে শনিবার (২৩ সেপ্টেম্ব) দুপুরে ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চরপাড়া ইয়াকুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গৃহপালিত গবাদিপশুকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হয়।

ক্যাম্পেইনে এলাকার দেড়শতাধিক গরু, ছাগলের রোগ নির্ণয় করে চিকিৎসাপত্র প্রদান করেন সদর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অসীম বরন সেন।

এ সময় সদর প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মুহাম্মদ এহসানুল হক, উপসহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা শহীদুল ইসলাম তালুকদার, এলএফএ সুমন চন্দ্র রায়, এলএসপি মো. ওমর ফারুক, ফোরকানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের খবরে বিভিন্ন মহল্লার পুষ্টিহীন, দুর্বল ও অসুস্থ গরু-ছাগল জমায়েত করে এলাকাবাসী।

ক্যাম্পেইনে প্রয়োজনীয় ওষুধ স্পন্সরকারী প্রতিষ্ঠান রেনেটা লিমিটেডের পশু স্বাস্থ্য বিভাগের প্রমোশনাল সার্ভিস অফিসার মো. কামাল হোসেন, একমির সিনিয়র এমপিও শিখন নাগ, অপসোনিন ফার্মার আলাল মিয়া সার্বিক সহযোগিতা করেন।

এদিকে, ইসলামাবাদের অঞ্চলে গিয়ে গবাদি পশুর চিকিৎসা সেবা প্রদান করছে প্রাণিসম্পদ বিভাগ। বিভিন্ন খামারিদেরও এ সেবা দিয়ে থাকে তারা। নিজেদের পালিত গরু-ছাগলের বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে পেরে খুশি হয়েছে গ্রামাঞ্চলের মানুষজন। তারা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অসীম বরন সেনসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

ডা. অসীম বরন সেন জানান, গবাদিপশুর ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে খামারি ও এলাকাবাসীর দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছানো হচ্ছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Exit mobile version