parbattanews

ইসলাম পালনের কারণে পাকিস্তানের খেলোয়াড়েরা খুব শৃঙ্খলাপরায়ন: হেইডেন

অস্ট্রেলিয়ান কিংবদন্তি হেইডেন ছিলেন ২০২১ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান জাতীয় দলের কোচিং স্টাফের সদস্য। সেখান থেকেই পাকিস্তানের ক্রিকেটকে খুব কাছ থেকে দেখেছেন ম্যাথু হেইডেন। জেনেছেন ও দেখেছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানরা কতটা শৃঙ্খলাপরায়ন। আর এর পেছনে ইসলাম ধর্মের ভূমিকা দেখছেন সাবেক এই ওপেনার।

পাকিস্তান-অস্ট্রেলিয়া বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান ও সাবেক ক্রিকেটার রমিজ রাজার সঙ্গে ধারাভাষ্য দেন হেইডেন। একটা পর্যায়ে রমিজ তাঁর কাছে জানতে চান, পাকিস্তান দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে। ৫১ বছর বয়সী হেইডেন তখন বলেন, ‘ইসলাম ধর্মের প্রতি তারা খুব মনোযোগী, যেটা এই দলের ভিত্তিমূল। পাকিস্তান দলের খেলোয়াড়েরা জীবনযাপনে খুব শৃঙ্খলাপরায়ন। আমি এটার প্রশংসা করি। কারণ, ক্রিকেট কিন্তু শৃঙ্খলারই খেলা।’

হেইডেন যোগ করেন, ‘আপনাকে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে, নিবেদন থাকতে হবে, ধারাবাহিক হতে হবে—দলের সংস্কৃতিতে এসবই ইসলামের প্রতিনিধিত্ব করে।’

শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাবর আজমের দল।

Exit mobile version