parbattanews

ইসলাম বেবী বান্দরবান জেলা ক্রীড়া সংস্থায় সাধারণ সম্পাদক পদে পুনঃরায় নির্বাচিত

Islam babe dsa-3.4.2014

নিজস্ব প্রতিবেদক:
বান্দরবান জেলা ক্রীড়া সংস্থায় র্নিবাচনে মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। পদাধিকার বলে জেলা প্রশাসক সভাপতি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ইসলাম বেবী নির্বাচিত হয়েছেন। পদাধিকার ও নির্বাচনের মাধ্যমে বুধবার ২৮ সদস্যর কমিটি গঠন করা হয়েছে। সহ সভাপতি পদে পদাধিকার বলে বান্দরবান পুলিশ সুপার, জেলা প্রশাসক কর্তৃক মনোনীত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি পদে যারা নির্বাচিত হয়েছেন দীপ্তি কুমার বড়ুয়া, মো. আবদুর রহিম চৌধুরী ও সা শৈ প্রু। সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ইসলাম বেবী নির্বাচিত হয়েছেন। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রশিদ, যুগ্ম-সম্পাদক লহ্মীপদ দাস ও পু লু প্রু, কোষাধ্যক্ষ পদে মং চিং প্রু (নজির), নির্বাহী সদস্য পদে বাহাদুর উশৈসিং, মো. আজিজুর রহমান, মো.হাবিবুর রশিদ, রূপন কুমার দত্ত, মো. আমিন উল্লাহ,মো. তাহের টিপু,সাচিং প্রু, অংচমং, মো. মোস্তাফিজুর রহমান, জনাব দিলীপ কুমার দে, মংচঅং চৌধুরী, মো. মনিরুল ইসলাম মনু ও উপজেলা ক্রীড়া সংস্থার জন্য সংরক্ষিত নির্বাহী সদস্য মংপু মার্মা, মো. জহিরুল ইসলাম,মেনিপ্রু ও নিনিপ্রু।  পদাধিকারবলে বান্দরবান সদস্যজেলা ক্রীড়া অফিসার।

জানা গেছে, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ গঠনকল্পে জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রের  অনুচ্ছেদ ১১(খ) মোতাবেক ১.৩.২০১৪ তারিখে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত জামান কে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়। জেলা প্রশাসক গঠনতন্ত্রের ৮(খ)নং অনুচ্ছেদে বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ১১(খ)নং অনুচ্ছেদের তফসিল ঘোষনা করেন। ৩ মার্চ সংশোধিত ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ১০ মার্চ মনোনয়ন পত্র বিতরণ করা হয়। ১১ মার্চ মনোনয়ন দাখিল করা হয়। ১২ মার্চ মনোনয়ন যাচায় বাচায় করা হয়। ১৬ মার্চ প্রার্থীদের তালিকা প্রকাশ ও ১৮ মার্চ প্রত্যাহরের শেষ সময় নির্ধারন করা হয়। ২৯ মার্চ ভোট গ্রহনের দিন ধার্য করা হয়।  

Exit mobile version