parbattanews

ইসির ৪৮ বছরের ইতিহাসে বাঘাইছড়ির ঘটনা সবচেয়ে মর্মান্তিক: মাহবুব তালুকদার

ডেস্ক রিপোর্ট:

পার্বত্য চট্টগ্রামের বাঘাইছড়ি হত্যাকাণ্ডকে দেশের নির্বাচন কমিশনের (ইসি) ৪৮ বছরের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক ও শোকাবহ ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন কমিশনার মাহবুব তালুকদার।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের কাছে লিখিত বক্তব্যে তিনি একথা বলেন।।

মাহবুব তালুকদার সংবাদ সম্মেলনে আরও বলেন, সকালে তিনি ঢাকা সিএমএইচে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল শফিক সিজিএস তার সঙ্গে ছিলেন। সেখানে মোট সাতজন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে তিনজনের অপারেশন হয়েছে। অন্যদেরও অপারেশন করা হবে। একজন সিসিইউতে রয়েছেন।

এ ঘটনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনার কারণ, ব্যর্থতার দায় ও এর সঙ্গে কারা জড়িত- তাৎক্ষণিকভাবে এসব প্রশ্নের উত্তর দেওয়া সমীচীন নয়। ঘটনাটি তদন্ত করে দায়-দায়িত্ব নিরূপণ করা হবে।

তিনি আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এ ঘটনা সম্পর্কে বিশদ জানতে ও আহতদের দেখতে মঙ্গলবার সকালে চট্টগ্রাম গেছেন। সেখান থেকে ফেরার পর কমিশন সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, এ বিষয়ে কমিশন অবশ্যই ব্যবস্থা নেবে।

Exit mobile version