parbattanews

ইয়াবার টাকা ভাগাভাগি নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

ইয়াবা

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া পৌরসভার বালিকা বিদ্যালয় সড়কের চিরিঙ্গা হিন্দুপাড়ায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ও ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ইটের আঘাতে গুরুতর আহত হয় হিন্দুপাড়ার প্রবীণ শিক্ষক হৃদয় রঞ্জন দাশ (৭৫)। এছাড়া সংঘর্ষে ছাত্রলীগের দুইপক্ষের আরও কয়েকজন আহত হয়। এ অবস্থায় হিন্দুপাড়ার লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং দুই পক্ষ পালিয়ে যায়। সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ছাত্রলীগ নেতা দাবি করেন, সংঘর্ষে জড়ানো দুইপক্ষের নেতৃত্ব দেওয়া চকরিয়া কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও কৈয়ারবিল সুশীল পাড়ার মৃত সাধন চন্দ্র সুশীলের ছেলে রাসেল চন্দ্র সুশীল ও ছাত্রলীগ নেতা তারেক ইয়াবা ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। ইয়াবা ব্যবসার টাকার ভাগের বিরোধ নিয়ে মূলত এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।

ইটের আঘাতে রক্তাক্ত জখম হওয়া প্রবীণ শিক্ষক হৃদয় রঞ্জন দাশ চিরিঙ্গা হিন্দু পাড়ার মৃত মাষ্টার শশী কুমার দাশের পুত্র। তবে ছাত্রলীগের আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায় নি।

চকরিয়া থানার এসআই গৌতম রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও তার আগেই পালিয়ে যায় দুই পক্ষ। এ সময় প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানায়, ছাত্রলীগ নেতা রাসেল চন্দ্র সুশীল ও তারেকের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।

চকরিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম খান বলেন, ‘ছাত্রলীগ নেতা বলে কথা নেই, যারা প্রকাশ্যে বন্দুক ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনা ঘটিয়েছে তাদেরকে ধরতে এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।

Exit mobile version