parbattanews

ইয়াবার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে

 

উখিয়া প্রতিনিধি:

ইয়াবা আমাদের সকলের শত্রু মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, টেকনাফ-উখিয়া দিয়ে মরণ নেশা ইয়াবা পাচার ও ব্যবসা বন্ধ না হলে দেশের সকল যুবক সর্বনাশের করাল গ্রাসে পরিনত হবে। ইয়াবাকে না বলতে ইয়াবা বিরুদ্ধে প্রতিরোধ ও জনমত গড়ে তুলার ও আহ্বান জানান সেতু মন্ত্রী।

গতকাল সোমবার(১২ফেব্রুয়ারি) দুপুরে উখিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কোটবাজার স্টেশনে পথ সভায় সেতু মন্ত্রী আরো বলেন, রোহিঙ্গাদের কারণে স্থানীয় বাসিন্দারা অনেক  কষ্টের শিকার হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের পাশাপাশি উখিয়া টেকনাফের ক্ষতিগ্রস্ত পরিবারকেও সাহায্য সহয়োগিতা করার নির্দেশ দিয়েছেন।

ওবায়দুল কাদের আরো বলেন, মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে সাগর পাড়ি দিয়ে পালিয়ে আসতে গিয়ে অনেক নারী শিশুর মৃত্যু হয়েছে। পাশবিক বর্রবতা নির্যাতনের মুখে প্রানের ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদেরকে মানবিক আশ্রয় দিয়ে বিশ্বে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আশা করছি দু’দেশের দ্বি-পাক্ষিক চুক্তির মাধ্যমে স্ব-দেশে রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসন করা হবে।

কোটবাজারে পথ সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্জ আবদুর রহমান বদি।এ সময় সংসদ সদস্য  সাইমুম সরওযার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক,  কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা পরিষদ সদস্য আশরাফ জাহান কাজল, হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, জেলা আওয়ামী লীগ নেতা আবুল মনসুর চৌধুরী, আ’লীগ নেতা আমিনুল হক আমিন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম মাহাবু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, ছাত্রলীগ সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান প্রমুখ।

সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এর আগে  উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প  ক্যাম্প পরিদর্শনে যান।

Exit mobile version