parbattanews

তুমব্রু জিরো পয়েন্ট থেকে ইয়াবাসহ চার রোহিঙ্গা শরণার্থী আটক

নিজস্ব প্রতিনিধি/বাইশারী প্রতিনিধি:

বান্দরবানের তুমব্রু কোণারপাড়া জিরো পয়েন্টে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীর কাছ থেকে ২৪৯পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আটক করা হয়েছে চার রোহিঙ্গা নাগরিককে।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ওই ক্যাম্পের রোহিঙ্গা নেতারা তাদের আটক করে তুমব্রু বিওপিতে হস্তান্তর করেন। আটককৃতরা হলো- মামুনুর রশিদ (১৯), করিম (১৭), জহুর আলম (১৮) ও আলাউদ্দিন (১৬)।

তুমব্রু কোনার পাড়া শরনার্থী শিবিরের রোহিঙ্গা নেতা মো. আরিফ হোসেন ও দীল মোহাম্মদ জানান- প্লাস্টিক মোড়ানো ১৪৯টি ইয়াবাসহ চার রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। তারা সবাই মিয়ানমারের ঢেকিবনিয়া এলাকার বাসিন্দা। আটকের পর তাদের তুমব্রু বিওপি কমান্ডার মো. মজিবুর রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version