parbattanews

ইয়াবা প্রতিরোধে পুলিশকে আইনী প্রক্রিয়ায় সহযোগিতা করতে হবে : ডিআইজি নওশের আলী

teknaf pic (t) 12-2-1

উপজেলা প্রতিনিধি, টেকনাফ :

টেকনাফে  আইনশৃংখলা সংক্রান্ত বিশেষ সভায় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ নওশের আলী বলেছেন, ইয়াবা প্রতিরোধে সমাজের সকল স্তরের মানুষের এগিয়ে আসতে হবে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মাদকের কুফল ও সুফল সম্পর্কে জানাতে হবে। রাষ্টের স্বার্থে নিরপেক্ষভাবে ইয়াবার সরবরাহ ও পাচারকারীদের বিরুদ্ধে পুলিশকে আইনী প্রক্রিয়ার সহযোগিতা করার কথা ব্যক্ত করেন। এছাড়া তিনি অবৈধ মানবপাচার রোধে সকলের এগিয়ে আসার আহবান জানান।

আজ বুধবার সকালে টেকনাফ মডেল থানা প্রাঙ্গণে কক্সবাজার পুলিশ সুপার আজাদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন ৪২ বিজিবির অধিনায়ক ও পরিচালক লে. কর্ণেল আবুজার আল জাহিদ, উপজেলা চেয়ারম্যান শফিক মিয়া, উপজেলা নির্বাহী অফিসার শাহ মোজাহিদ উদ্দীন, কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. হারুনুর রশীদ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হুমায়ুন কবির, র‌্যাব-৭ এর মেজর রাশেদুল ইসলাম।

মতবিনিময়ে স্থানীয়দের মধ্যে অংশ নেন সাংবাদিক ছৈয়দ হোছাইন, জাবেদ ইকবাল চৌধুরী, নুরুল করিম রাসেল, জসীম উদ্দীন টিপু, সাইফুল ইসলাম চৌধুরী, জহির হোসেন এএম, নুরুল হুদা, মোঃ আলম মেম্বার, মংচলা চৌধুরী, আবুল কালাম, হারুনুর রশীদ সিকদার, সোনা আলী, ফরিদ আহমদ, বাহাদুর, শফিক আহমদ মেম্বার, আবদুর রহিম, আবদুর রহমান বাহার, মর্জিনা আক্তার, জহির উদ্দীন আহমদ প্রমূখ। এতে কোরআন তেলাওয়াত করেন থানা মসজিদের খতিব মাও: নুরুল আলম।

Exit mobile version