parbattanews

ইয়াবা মামলায় পলাতক আসামির ৫ বছর সশ্রম কারাদণ্ড

কক্সবাজার আদালতে ৩০০০ ইয়াবার মামলায় মো. জাহাঙ্গীর আলম প্রকাশ ডানো (২৬) নামের পলাতক আসামির ৫ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ হয়েছে। সেই সঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। অনাদায়ে তাকে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

টেকনাফ থানার মামলা নং-১৯৪/৪২ শুনানী শেষে রায় ঘোষণা করেন যুগ্ম দায়রা জজ ১ম আদালতের বিচারক মাহমুদুল হাসান। এ সময় আসামি পলাতক ছিলেন। ২০১৭ সালের ১৬ মার্চ মামলাটি দায়ের হয়।

দণ্ডপ্রাপ্ত আসামি গাইবান্দা জেলার আবদুল্লাপুরের ফান্দানগরের লালবাজারের বাসিন্দা আবছারের ছেলে। রায়ের সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়েছে।

আসামি স্বেচ্ছায় আত্মসমর্পণ কিংবা গ্রেফতারের দিন থেকে সাজার মেয়াদ গণনা শুরু হবে বলেও আদেশ দেন বিচারক।

সেই সঙ্গে আসামির নিকট থেকে জব্দকৃত ইয়াবাসমূহ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ও যথাযথ বিধি অনুসরণপূর্বক ধ্বংস করার জন্য কোর্ট পুলিশ পরিদর্শককে নির্দেশও দিয়েছেন আদালতের বিজ্ঞ বিচারক। মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন, সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট আবদুর রউফ। আসামি পক্ষের আইনজীবী ছিলেন মো. হুমায়ুন কবির চৌধুরী।

Exit mobile version