parbattanews

ঈদগাঁওতে শরণার্থী শিবির থেকে পলানোর সময় ছয় রোহিঙ্গা আটক

কক্সবাজার শরণার্থী শিবির থেকে অবৈধভাবে এসি গাড়ি যোগে পালিয়ে যাওয়ার সময় ছয় রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ মে) রাত ৮ টার দিকে ঈদগাঁও বাস স্টেশনে ঢাকাগামী হানিফ পরিবহণে করে পলানোর সময় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

ঈদগাঁও থানা পুলিশ সূত্র জানায়, কক্সবাজার শহর থেকে যাত্রীবাহী হানিফ পরিবহণ ( এসি বাস নং- ঢাকা মেট্রো-ব-৮৫৫৮) বাস যোগে ধৃত রোহিঙ্গারা ঢাকায় যাচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঈদগাঁও থানা পুলিশ ঢাকাগামী বাসটিতে তল্লাশি চালায়। এ সময় ৬ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করা হয়। যার মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ রয়েছে। তারা কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে বেরিয়ে ঢাকায় যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে ।

এ বিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (পরিদর্শক) আবদুল হালিমের সাথে যোগাযোগ করা হলে জানান,  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শরণার্থী শিবির থেকে পালিয়ে যাওয়া এসব নারী পুরুষকে ঢাকাগামী একটি এসি বাস থেকে আটক করা হয়। এ সময় তাদের তল্লাশি করে কিছু দেশীয় খাওয়ার ঔষধ পাওয়া যায়। তবে তারা কীভাবে এবং কী উদ্দেশ্যে শরণার্থী শিবির থেকে বেরিয়ে এসি গাড়ি যোগে ঢাকায় যাচ্ছে তা উদঘাটনের করার চেষ্টা চলছে।

 

Exit mobile version