parbattanews

ঈদগাঁওতে ৩৮ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব

কক্সবাজারের ঈদগাঁওতে ৩৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব ১৫।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরের দিকে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী মহাসড়ক এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব।

প্রাপ্ত তথ্যে জানা যায়, কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিএসসি ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকাস্থ রাশেদ ফিলিং স্টেশনের বিপরীতে থাকা রহিম স্টোর নামক দোকানে অভিযান পরিচালনা করে।

এসময় নারীসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। পরে তল্লাশি করে তিনজনের কাছ থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মুচনিপাড়া গ্রামের নুরুল আমীনের ছেলে আবু বক্কর সিদ্দিক (২০), একই এলাকার মৃত শামসুল আলমের ছেলে মো. শফি (২০) ও কক্সবাজার পৌরসভা ২নং ওয়ার্ড নুনিয়াছড়া গ্রামের রুহুল আমিনের মেয়ে নাসিমা বেগম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করে আসছে বলে জানিয়েছে। পরে মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতদের ঈদগাঁও থানায় সোপর্দ করা হয়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) গোলাম কবির পার্বত্যনিউজকে অভিযান ও আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

Exit mobile version