parbattanews

ঈদগাঁওয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মুল্যবান মালামাল লুট

কক্সবাজারের ঈদগাঁওয়ে দুই বসতঘর থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মুল্যবান মালামাল লুট হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড রিজার্ভ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য ও প্রতিবেশী আবুল হোসেন জানান, তার প্রতিবেশী মনজুর আলম (প্রকাশ আলম মাঝি) ও তার প্রবাসী ছেলে জিয়া উদ্দিন রানার পৃথক বসত ঘরে পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে ঘরের দরজা এবং আলমিরার তালা ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালংকার ও মুল্যবান জিনিস পত্র লুট করে দূর্বৃত্তরা। তিনি জেনেছেন নগদ এক লাখ টাকা, তিন ভরি স্বর্ণালঙ্কার এবং মূল্যবান মালামাল লুট হয়েছে।

‎‎‎লুটের শিকার মনজুর আলম (প্রকাশ আলম মাঝি) এর ছেলে আসিফের সাথে যোগাযোগ করা হলে লুটের ঘটনা স্বীকার করলেও এ ঘটনা পূর্ব শত্রুতার জের না চুরি তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

‎এ বিষয়ে ঈদগাঁও থানার ওসি মো. মছিউর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ দল পাঠানো হয়েছে। বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এটি পূর্ব শত্রুতার জের না চুরি তা খতিয়ে দেখা হচ্ছে।

Exit mobile version