ঈদগাঁও’র অপহৃত শিশু কুতুবদিয়া থেকে উদ্ধার


কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলা থেকে অপহরণের শিকার শিশু শিক্ষার্থী তামিমকে কুতুবদিয়া থেকে উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ। তামিমের পরিবার থেকে অভিযোগ দায়ের করার ২৪ ঘণ্টার মধ্যেই অভিনব কৌশলে তাকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনার সাথে জড়িত শিক্ষক দেলোয়ার হোসাইনকে আটক করতে পারেনি পুলিশ। তবে তাকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান তারা।
২৯ সেপ্টেম্বর (সোমবার) শিশু শিক্ষার্থী তামিমকে উদ্ধার করা হয়। তামিমকে ফিরে পাওয়ায় স্বস্তি ফিরেছে পরিবার ও স্বজনদের মাঝে। তার পরিবার স্বস্তি প্রকাশ করে বলেন, ‘ঈদগাঁও থানার ওসি ফরিদা ইয়াসমিনের আন্তরিকতায় তড়িৎ বাচ্চাটিকে উদ্ধার করায় আমরা উনার প্রতি কৃতজ্ঞ।‘
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর দুপুরে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের খাঁন ঘোনা নুরে ছখিনা হেফজখানার ১২ বছর বয়সী শিশু ছাত্র আব্দুল্লাহ বিন তামিমকে নিয়ে রহস্য জনক ভাবে উধাও হয়ে যান শিক্ষক দেলোয়ার হোসাইন। এর পর থেকে উক্ত শিক্ষকের মোবাইলে বারবার যোগাযোগ করা হলেও সঠিক ঠিকানা না দেয়ায় আতঙ্কিত হয়ে পরেন তামিমের মা। নিরুপায় হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এর সূত্র ধরে ২৭ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার) জেলা পুলিশ সুপার সাইফ উদ্দিনের নির্দেশে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিনের প্রচেষ্টায় এসআই আশরাফের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম প্রযুক্তির সহায়তায় লোকেশন ট্র্যাক করে কুতুবদিয়ায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেন। অভিযানকালে স্থানীয় থানা পুলিশও সহযোগিতা করেন।
অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা এসআই আশরাফ বলেন, “শিশু তামিমকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা রুজু হয়েছে।”
ওসি ফরিদা ইয়াছমিন জানান, ঈদগাঁও থানায় যোগদানের দুই সপ্তাহের মধ্যে পুলিশ সুপার মহোদয়ের সহযোগিতায় তিনি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইতিমধ্যে শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন।