parbattanews

ঈদগাঁওয়ের প্রথম সুবিধাভোগী ১৮৩ জন শিক্ষার্থী মোবাইল ট্যাবলেট পেয়ে উচ্ছ্বসিত

কক্সবাজারে নবগঠিত ঈদগাঁও উপজেলার ১৮৩ জন শিক্ষার্থী উপজেলার প্রথম সুবিধাভোগী হওয়ার গৌরব অর্জন করেছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে মোবাইল ট্যাবলেটগুলো উপহার হিসেবে বিতরণ করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতি. দা.) মো. জাকারিয়া।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ১১টার দিকে ঈদগাঁও উপজেলা (অস্থায়ী) কার্যালয়ে উপজেলার ১১টি মাদ্রাসা ও ৬টি স্কুলের ১৮৩ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পে ব্যবহৃত মোবাইল ট্যাবলেটগুলো সদ্য বাস্তবায়িত ঈদগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা (অতি.দা.) মো. জাকারিয়া বিতরণ করেন।

এসময় মাদ্রাসা ও স্কুলের প্রধানগণ-শিক্ষকবৃন্দ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিগত বছরাধিককাল পূর্বে কক্সবাজার সদর উপজেলার পাঁচ ইউনিয়ন নিয়ে ঈদগাঁও নামের পৃথক উপজেলা গঠন করেন। কিন্তু উপজেলা কমপ্লেক্স স্থাপনের জায়গা নিয়ে একটি পক্ষ হাইকোর্টে মামলা করলে উপজেলার প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে যায়। এনিয়ে উপজেলাবাসীর মাঝে চরম হতাশা দেখা দেয়। দেরিতে হলেও অতি সম্প্রতি মহামান্য হাইকোর্ট পূর্বনির্ধারিত জায়গায় উপজেলা কমপ্লেক্স স্থাপনের পক্ষে রায় প্রদান করেন। এতে দ্রুত ভাড়াকৃত ভবনে নবগঠিত ঈদগাঁও উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। অল্পদিনের মধ্যেই নব প্রতিষ্ঠিত ঈদগাঁও উপজেলার প্রথম নাগরিক সুবিধাভোগী হওয়ার গৌরব অর্জন করল ১৭ শিক্ষা প্রতিষ্ঠানের ১৮৩ জন মেধাবী শিক্ষার্থী। এতে করে শিক্ষার্থীরা দারুন উচ্ছ্বাস প্রকাশ করছে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, অভিভাবকসহ উপজেলার সাধারণ জনগণকেও উচ্ছ্বসিত হতে দেখা যায়।

Exit mobile version