parbattanews

ঈদগাঁহে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

প্রতীকী ছবি

কক্সবাজার সদরের ঈদগাঁহতে ধান ক্ষেত পাহারা দিতে গিয়ে হাতির আক্রমনে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

১১ সেপ্টেম্বর (শুক্রবার ) রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে ঈদগাঁহ ইউনিয়নের পাহাড়ি বন এলাকা ভূতিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষক নজির আহমদ উক্ত ইউনিয়নের পূর্ব ভূতিয়ার পাড়ার মৃত আশু আলীর ছেলে। তবে তার পূর্বের বাড়ি পার্শ্ববর্তী ভারুয়াখালী ইউনিয়নের ননা মিয়া পাড়ায়। সে দীর্ঘদিন ধরে ভূতিয়ায় পাড়াস্থ শ্বশুর বাড়ীতে বসবাস করে আসছে স্বপরিবারে।

ঘটনার দিন রাতে এ কৃষক প্রতিদিনের মতো বন সংলগ্ন ধান ক্ষেতকে হাতির অনিষ্ট থেকে রক্ষা করতে পাহারা দিতে যাই। রাতে হঠাৎ বন্য হাতির পাল আক্রমণ করলে অন্য কৃষকরা পালিয়ে রক্ষা পেলেও নজির গুরুতর আহত হয়। পরে লোকজন জড়ো হয়ে হাতির পালকের ধাওয়া দিয়ে যতক্ষণে নজিরকে উদ্ধার করা হয় এর পূর্বেই সে ঘটনাস্থলে মারা যাই।

স্থানীয় মেম্বার কামাল উদ্দিন জানান , নজির আহমদকে উদ্ধার করে ঈদগাঁহ’র এক হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনার পর এলাকার পাহাডড়ি ধান চাষীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

Exit mobile version