parbattanews

ঈদগড়ের সংরক্ষিত বনাঞ্চলে বন্য হাতির করুণ মৃত্যু!

বাইশারী প্রতিনিধি:

নাইক্ষ্যংছড়ি সীমান্ত সংলগ্ন ঈদগড় রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলের বাইশারী বন বিটের আওতাধীন নজির আহমদের ঘোনা নামক স্থানে এক বিশাল আকৃতির বন্যহাতির করুণ মৃত্যু হয়েছে। ১৬ ডিসেম্বর ভোর রাতে বন্য হাতিটির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক।

স্থানীয় বাসিন্দা জানে আলম জানান, সকালে চাষাবাদের জমি দেখতে গিয়ে তিনি বন্য হাতিটিকে বসা অবস্থায় দেখতে পান। পরে নড়া চড়া না পেয়ে বন বিভাগের লোকজনকে ঘটনাটি জানান। ওই সময় বন বিভাগের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে দেখতে পান হাতিটি বসা অবস্থাতেই মারা গেছে।

এবিষয়ে বাইশারী বিট কর্মকর্তা মিলন কান্তি মণ্ডল জানান, ডুলাহাজারা সাফারি পার্কের বন্য প্রাণী সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এসে ময়না তদন্তের পর হাতিটিকে মাটি চাপা দেয়া হয়েছে। উক্ত ঘটনায় রামু থানায় একখানা অপমৃত্যুর সাধারণ ডাইরি করা হয়েছে।

এদিকে বন্য হাতিটির মৃত্যুর খবরে হাজার হাজার জনতা হাতিটিকে দেখার জন্য ভীড় জমিয়েছেন।

Exit mobile version