parbattanews

ঈদগড়ে অসহায় ব্যক্তির জমি জবর দখলের অভিযোগ

বাইশারী প্রতিনিধি:

রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের এক অসহায় হতদরিদ্র ব্যক্তির দীর্ঘ দিনের ভোগ দখলীয় জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে জানা যায়, ঈদগড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বউঘাট বড় ছড়া গ্রামের বাসিন্দা আবু তাহের দীর্ঘ ৫০ বছর যাবৎ ১০ একর অকৃষি খাস ভূমিতে ফলদ, বনজ ও বসতঘর নির্মাণ করে ভোগ দখলে রয়েছে। এরই মধ্যে জেলা প্রশাসকের নিকট হতে ওই জমি বন্দোবস্তিও পেয়েছে। কিন্তু একই এলাকার বড়বিল বউঘাট গ্রামের বাসিন্দা নুরুল আজিম, মো. হোসেন, আবুল হোসেন, শাহা প্রু, রশিদাসহ ১২জন ব্যক্তি কিছুদিন যাবৎ ওই জমি জবর দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ ঘটনায়, ২৮ মার্চ আবু তাহের বাদী হয়ে  অভিযোগ দয়ের করেছেন ১১জনসহ অজ্ঞাতনামা আরও ৩জনের বিরুদ্ধে। অভিযোগের পর রামু থানা পুলিশ সরজমিনে তদন্ত করে অভিযুক্ত সকলকে মুসলেকার মাধ্যমে দাঙ্গা হাঙ্গামা ও অবৈধ দখল যেন, না করে সে বিষয়ে সতর্ক করেন। কিন্তু আবারও একই কায়দায় দীর্ঘদিনের ভোগ দখলীয় জমি দখলে নিতে মরিয়া হয়ে উঠে তারা।

বর্তমানে অসহায় হতদরিদ্র আবু তাহের এখন নিরুপায় হয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Exit mobile version