parbattanews

ঈদগড়ে গুড়িয়ে দেওয়া হলো ৮টি বসত ঘর

pic25-11-2015
নিজস্ব প্রতিনিধি :
কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ঈদগড় রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলে বন বিভাগের অভিযানে গুড়িয়ে দেওয়া হয়েছে ৮টি অবৈধ ভাবে নির্মিত বসত ঘর।

বুধবার ২৫ নভেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ অভিযানের নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা (ঈদগড় রেঞ্জ) এমদাদুল হক; সাথে ছিলেন বন কর্মী এবং বন জায়গীর দারেরা ।

রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক বলেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু মানুষ বন বিভাগের জায়গা দখল করে বসত ঘর নির্মাণ করে আসছিলো। তাই ঊর্ধতন কতৃপক্ষের নির্দেশে এই অভিযান চালানো হয়েছে।

এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা কক্সবাজার উত্তর বন বিভাগ শাহী আলমবলেন, আগামীতেও র‌্যাব, বিজিবি, পুলিশের সমন্বয়ে বড় ধরনের অভিযানের মাধ্যমে অবৈধভাবে নির্মিত অবশিষ্ট বসত ঘরগুলো উচ্ছেদ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

Exit mobile version