parbattanews

ঈদের ছুটিতে পর্যটকদের পদভারে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার সমুদ্র সৈকত এখন পর্যটকদের পদভারে মুখরিত। ঈদুল ফিতরের ছুটি কাটাতে সাগর সৈকতে ভিড় করছে লাখো পর্যটক। সাগরের নীল জলরাশিতে উচ্ছাসে মেতেছে আগত পর্যটকরা। আর পর্যটকের নিরাপত্তা বিধানে সার্বক্ষনিক নিয়োজিত রয়েছে পুলিশ।

মঙ্গলবার সকাল থেকে সৈকতের সব পয়েন্টে যেন পর্যটকদের উপচে পড়া ভিড়। নগর জীবনের যান্ত্রিকতা থেকে দূরে নীল সাগরের সুণীল জলরাশিতে অবিরত ঢেউ এর মাঝে বাধভাঙ্গা আনন্দে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। এমন দৃশ্য দেখা যায় সমুদ্রের পাড়ে। তাদের উল্লাসে যেন মুখরিত বিশ্বের দ্বীর্ঘতম সমুদ্র সৈকত।

কক্সবাজারের প্রায় সাড়ে ৪ শতাধিক হোটেল মোটেল রয়েছে। এসব হোটেল মোটেলে ২ লক্ষাধিক পর্যটকের ধারণ ক্ষমতা রয়েছে। এ পর্যন্ত লক্ষাধিক পর্যটক কক্সবাজারে আগমন ঘটেছে বলে জানান হোটেল মালিক গণ।

কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জনান, ঈদের ছুটিতে পর্যটকদের জন্য নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, ইনানীর পাথুরে সৈকত, হিমছড়ির ঝর্ণা, দরিয়ানগর, ডুলাহাজারা সাফারী পার্কসহ জেলার পর্যটন স্পটগুলোতেও ভিড় করছে পর্যটকরা।

Exit mobile version