parbattanews

ঈদ উপলক্ষে খাগড়াছড়ির গুইমারা সেনা রিজিয়নে মানবিক সহায়তা প্রদান

পাহাড়ে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সেনাবাহিনীর ২৪আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়নের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) সকালে খাগড়াছড়ি সেনা রিজিয়ন মাঠে অসহায় ২৬৬ পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবী, সেমাই, চিনি, দুধ ও পোলাউ চাল সহ খাদ্য সামগ্রী তুলে দেন প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন।

এ সময় তিনি বলেন, পাহাড়ে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষে গুইমারা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এ ধারা অব্যাহত থাকবে। এ সময় গুইমারা রিজিয়নের বিএম মেজর আহসান উজ জামান, মেজর জহির, মেজর ফয়সাল, ক্যাপ্টেন ইমরান, লেঃ মোত্তালেব সহ সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Exit mobile version