parbattanews

ঈদ ও বৈশাখী ছুটিতে রাঙামাটিতে বাড়ছে পর্যটক

তীব্র গরম উপেক্ষা করে পবিত্র ঈদুল ফিতর ও বৈশাখীর ছুটিতে রাঙামাটিতে পর্যটক সমাগম বাড়ছে। টানা বন্ধের ছুটিতে প্রথম দু’দিনে রাঙামাটিতে প্রায় চার হাজার পর্যটকের আগমন ঘটেছে।

জেলার পর্যটন স্পট পলওয়েল পার্ক, ঝুলন্ত সেতুতে পর্যটকদের সমাগম বেশি লক্ষ্য করা যাচ্ছে। তীব্র গরমের কারণে সকালে পর্যটন স্পটগুলোতে পর্যটকদের সমাগম কম থাকলেও বিকেল হতে হতে এ সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়।

রাঙামাটি হোটেল- মোটেল মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, জেলা শহরের হোটেল- মোটেলগুলো শতভাগ বুকিং রয়েছে। বন্ধের বাকী দিনগুলোতে জেলায় পর্যটক সমাগম আরও বাড়বে বলে প্রত্যাশা করছেন তারা।

এদিকে পার্বত্য এ জেলায় আজ বিজু উৎসব পালিত হওয়ার কারণে বাইরের থেকে আগত পর্যটকরা পাহাড়ি পল্লীগুলোতে নিজেদের পরিচিতি পাহাড়ি বন্ধুদের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে।

রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ম্যানেজার আলোক বিকাশ চাকমা বলেন, টানা ছুটিতে গত দু’দিনে রাঙামাটিতে প্রায় চার হাজার পর্যটকের সমাগম ঘটেছে। আয়ও বেড়েছে বেশি। পর্যটন কর্পোরেশনের হোটেলের শতভাগ বুকিং রয়েছে। বন্ধের বাকী দিনগুলোতে আরও পর্যটক আসবে বলে প্রত্যাশার কথা জানাচ্ছেন তিনি।

Exit mobile version