parbattanews

ঈদ সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে রমরমা ইয়াবার হাট

ঈদকে সামনে রেখে ইয়াবা পাচারকালে নাইক্ষ্যংছড়ির সীমান্তের রেজুপাড়া পয়েন্টে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ ইয়াবাসহ ৫ কারবারীকে আটক করেছে বিজিবি-৩৪।

শনিবার (২৩ এপ্রিল) দুপুরে ৩৪ বিজিবির রেজুপাড়া বিওপির একটি দল এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ইয়াবা পাচারের ৫ জনের মধ্যে ২ সিন্ডিকেট লিডার হলে ইকবাল হোসেন (৩২) ও রফিকুল ইসলাম (২৮))। অপর কারবারীদের নাম তৎক্ষণাৎ পাওয়া যায়নি।

বিজিবি সূত্র জানান, গত ১৯ থেকে ২২ এপ্রিল মধ্যরাত নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কড়ইবুনিয়া এলাকা শীর্ষ মাদক ব্যবসায়ী জনৈক ইকবাল হোসেনের বাড়ি তল্লাশি করেন তারা। এ সময় ৫০ হাজার ইয়াবাসহ ৪ কারবারী আটক হয় ।

তাদেরকে জিজ্ঞাসাবাদের পর রেজুপাড়া অভিযান চালিয়ে আরও ৬ লাখ ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনার পর রফিকুল ইসলামকে গর্জনবুনিয়া থেকে ৪০ হাজার ইয়াবাসহ আটক করে বিজিবির এ দলটি ।

এ বিষয়ে ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মেহেদী হোসেন কবির বলেন, ঈদকে সামনে রেখে সীমান্তে মাদককারবারীরা বেপরোয়া হয়ে উঠেছে। কিন্ত বিজিবি এসব থামাবে। কোন ভাবেই এদের বেপরোয়া হতে দেবেনা বিজিবি এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version