parbattanews

ঈদ সামনে রেখে বান্দরবানে পুলিশ-সাংবাদিকের ডেঙ্গু প্রতিরোধে অভিযান

বান্দরবানে পুলিশ সাংবাদিকের যৌথ ডেঙ্গু প্রতিরোধক অভিযান পরিচালনা করা হয়েছে।

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে বান্দরবানে পুলিশ সাংবাদিকের যৌথ ডেঙ্গু প্রতিরোধক অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (১০ আগস্ট) সকালে বান্দরবান জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিক ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সুপার জাকির হোসেন মজুমদারের নেতৃত্বে এই সময় পরিছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন- বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু, সাবেক প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম চৌধুরীসহ আরও অনেকে।

পরিছন্নতা অভিযানে পুলিশ সুপার বলেন, আসন্ন কোরবানির ঈদকে লক্ষ্য করে বান্দরবান বেড়াতে আসা সকল পর্যটকরা যাতে নিরাপদে ভ্রমণ করতে পারে তার জন্য এই কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আমরা চাই বান্দরবনে ঘুরতে আসা সকল ভ্রমণপিয়াসীরা সুস্থভাবে তাদের ভ্রমণ নিশ্চিত করতে পারে। কোনরুপ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বান্দরবানে সমস্যার সম্মুখিন হতে যাতে না হয়। ইতিমধ্যে ডেঙ্গু ঢাকার মধ্যে মহামারি হিসেবে ছড়িয়ে পড়েছে বান্দরবনে কিছুটা কম থাকলেও আমরা চাই এটা যাতে এখানে ব্যাপক আকারে বিস্তার করতে না পারে।

পরে সাংবাদিক ও পুলিশ সদস্যরা বান্দরবানের প্রধান সড়কের দুই পাশের ড্রেন আবর্জনা পরিষ্কার অভিযা‌নে অংশগ্রহণ করেন।

Exit mobile version