parbattanews

উখিয়ায় রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়ায় ফের রোহিঙ্গা ক্যাম্পে একদল সন্ত্রাসীরা হাফেজ সৈয়দ আলম (২৮) নামে এক যুবককে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি ও গলা কেটে হত্যা করেছে।

রবিবার (২ এপ্রিল) ভোর ৫টার দিকে উখিয়ার ক্যাম্প-৮ ওয়েস্ট ব্লকে এঘটনা ঘটে।

নিহত যুবক সৈয়দ আলম উখিয়ার বালুখালী ক্যাম্প-৮ ওয়েস্ট ব্লক এ/৫০ এর নুরুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী।

নিহতের স্বজনদের বরাতে তিনি জানান, শনিবার রাত ১১টার দিকে ৮-১০ জনের একটি সন্ত্রাসী দল হাফেজ সৈয়দ আলমকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। রবিবার ভোর ৫টার দিকে গুলি ও গলা কাটা মৃতদেহ পাওয়া যায়।

তিনি আরও জানান, নিহত হাফেজ সৈয়দ আলম সন্ত্রাস বিরোধী ছিল,এ কারণে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এবং পরবর্তীতে ক্যাম্পের দায়িত্বরত এপিবিএনের সহায়তায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানায়।

উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাত একটার দিকে ক্যাম্প ৮ (ডব্লিউ) ও ক্যাম্প ৫ এ সন্ত্রাসী বাহিনীর গুলিতে সৈয়দ আলম(৬০) নামে এক ব্যক্তি নিহত হয়। এই সময় তাইফুর(১২) নামক আরও এক শিশু গুলিবিদ্ধ হয়।

গত কয়েকমাস ধরেই ক্যাম্পে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে দুর্বৃত্তরা। এরই ধারাবাহিকতায় ঘটেছে একাধিক মাঝি, সাব মাঝি ও স্বেচ্ছাসেবকসহ সাধারণ রোহিঙ্গা হত্যার ঘটনা। এর মাঝে গত ৫ মার্চ বালুখালী এলাকার ১১ নম্বর ক্যাম্পে আগুন দেয় দুর্বৃত্তরা। এইসময় প্রায় ২ হাজার ঘরবাড়ি পুড়ে যায় এবং গৃহহীন হয় কমপক্ষে ১২ হাজার রোহিঙ্গা। একের পর এক অপরাধ কর্মে সাধারণ রোহিঙ্গারা আতঙ্কে দিন পার করছেন।

Exit mobile version