উখিয়ায় লকডাউন অমান্য করায় ৩ জনের কারাদণ্ড

fec-image

উখিয়ায় লকডাউনের তৃতীয় দিনে বিধিনিষেধ অমান্য করায় ৩ জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩ জুলাই) বিকেলে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, হলদিয়াপালং ইউনিয়নের হাতিরঘোনা এলাকার ওলা মিয়ার ছেলে বশির মিস্ত্রি (৩৫), রাজাপালং ইউনিয়নের সিকদারবিল এলাকার সোলতান আহমদের ছেলে ওসমান সরওয়ার (৩৩) ও রত্নাপালং ইউনিয়নের খোন্দকার পাড়ার ইয়াছিনের ছেলে শফিউল করিম(২১)।

নিজাম উদ্দিন আহমেদ বলেন, ‘লকডাউন বাস্তবায়নে গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্টেশনে অভিযান পরিচালনা করা হয়েছে। যারা অপ্রয়োজনে গাড়ি নিয়ে বাসা থেকে বের হচ্ছেন, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। এ ছাড়া, এলাকায় যারা অপ্রয়োজনে বের হচ্ছেন তাদেরকে সর্তক করা হচ্ছে।’

তিনি আরও বলেন, লকডাউনে অযথা বের হওয়া তিনজনকে আটক করা হয়। আটক তিনজনের মধ্যে একজনকে ১মাস, দুজনকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

লকডাউনের পুরো সময়জুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন