parbattanews

উখিয়া বনবিভাগের অভিযানে অবৈধ ১৭টি দোকান উচ্ছেদ

উখিয়া বনবিভাগের সদর বনবিটের আওতাধীন কুতুপালং বাজার সংলগ্ন এলাকায় কতিপয় ব্যক্তি সরকারি বনভূমিতে জবর দখল করে অবৈধ দোকান নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালায় প্রশাসন। এ সময় সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে স্থাপনের চেষ্টাকালে ১৭টি দোকান উচ্ছেদ করা হয়েছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদের নির্দেশনায় গতকাল সোমবার (১৭ জানুয়ারি) উখিয়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, বনবিভাগের জমিতে গড়ে ওঠা ১৭টি দোকান উচ্ছেদ করা হয়েছে। এ ঘটনায় বন আইনের সংশ্লিষ্ট ধারায় জড়িত থাকায় শাহ জাহান নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সংরক্ষিত বনভূমি রক্ষায় উখিয়া বন বিভাগে আওতাধীন অবৈধভাবে গড়ে উঠা সকল দোকান বাড়ি উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Exit mobile version