parbattanews

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সাবেক মাঝিকে জবাই করে হত্যা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের সাবেক সাব মাঝি করিম উল্লাহ নামের এক রোহিঙ্গা নেতাকে জবাই করে হত্যা করেছে আরসা’র সন্ত্রাসীরা। নিহত করিম উল্লাহ ওই ক্যাম্পের এম/২৭ ব্লকের গণী মিয়ার ছেলে।

শুক্রবার (১২ জানুয়ারি) রাত ৮টার দিকে উখিয়ার বালুখালী ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম হোসেন।

তিনি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উখিয়ার বালুখালী ২০ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের এম ২৭ ব্লকের রোহিঙ্গাদের সাবেক নেতা করিম উল্লাহকে জবাই করে হত্যা করা হয়। এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এদিকে, রোহিঙ্গাদের একটি সূত্র দাবি করেছে ক্যাম্পে আরসার সদস্যরা এ খুনের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার পরপরই ক্যাম্পে জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Exit mobile version