parbattanews

উখিয়ার পথে তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগান

ঘুমধুম প্রতিনিধি:
রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজারের কুতুপালং ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তুরস্কের ফার্স্টলেডি এমিনে এরদোগান ও পররাষ্ট্রমন্ত্রী মেভলুত  কেভুসেগলু।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তারা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।

কক্সবাজারের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) সেলিম শেখ জানান, তুরস্কের ফার্স্টলেডির বিশেষ বিমান কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পর তাদের স্বাগত জানান জেলা প্রশাসক মো. আলী হোসেন।

এরপর সোয়া ১টায় বিশেষ বিমানে কুতুপালং ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেন।

এসময় এমিনে এরদোগান ও পররাষ্ট্রমন্ত্রী মেভলুত  কেভুসেগলুর সঙ্গে  রয়েছে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ ৬০ সদস্যের একটি প্রতিনিধি দল।

এর আগে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা আর শরণার্থীদের সঙ্গে দেখা করতে রাতে ঢাকা পৌঁছান তুরস্কের ফার্স্টলেডি ও পররাষ্ট্রমন্ত্রী।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বিকালে ঢাকায় ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তুর্কি ফার্স্টলেডির। বৈঠক শেষে আজই দেশে ফিরবেন এমিনে এরদোগান ও তার সফরসঙ্গীরা।

Exit mobile version