parbattanews

উখিয়ার পশু হাটে সাড়া ফেলেছে কালা মানিক

কালা মানিক, মানুষের নাম নয়। এটি এক গৃহপালিত গরুর নাম। অনেক আদর করে নাম রাখা হয় কালা মানিক। কিন্তু ডাকতেন কালা সোনা।

এই কালা মানিককে যিনি ৮ মাস ধরে অতি যত্ন করে লালন-পালন করেছেন তার নাম আব্দুল হক মিস্ত্রি (৪৫)। বাড়ি উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের কামারিয়ার বিল এলাকায়। কোরবানির হাট বাজারে সাড়া ফেলে এই কালা মানিক। দাম হাকানো হয়েছে ২ লাখ ৮০ হাজার টাকা। ২ লাখ ৩০ হাজার টাকা পর্যন্ত দর উঠেছে বলে আবদুল হক জানান।

মঙ্গলবার উখিয়ার একমাত্র বড় পশুর হাট বাজার ঘুরে দেখা যায়, এই বৃহৎ হাটবাজারে অন্তত ১৫/২০ হাজার গরু তুলেছেন ঘরোয়া লোকজন ও ব্যবসায়ীরা। তৎমধ্যে গৃহপালিত গরুর সংখ্যা সব চেয়ে বেশি। এর মধ্যে কালা মানিক সবার সেরা। তাই তাকে বাজারে রাখা হয়েছে অন্যদের থেকে আলাদা।

কালা মানিকের মালিক আবদুল হক মিস্ত্রির সাথে কথা হলে সে জানায় ৮ মাস পূর্বে সে তাকে টেকনাফ শাহপরীরদ্বীপ এক ব্যবসায়ীর নিকট থেকে ক্রয় করেছে। তখন অনেক ছোট ছিল। অনেক কষ্টে যত্ন করে তাকে বড় করেছে। তার সন্তানদের মতো আদর করতেন কালা মানিককে। তবে লক্ষ্য ছিল কোরবানির হাটে বিক্রি করবেন।

হাট বাজারে কালা মানিককে দেখতে উপচে পড়া ভীড় জমিয়েছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এবং ক্রেতা সাধারণ।

Exit mobile version