উখিয়ার বালুখালীতে ২৮লক্ষ ৭০হাজার টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

fec-image

উখিয়ার বালুখালী এলাকায় অভিযান পরিচালনা করে ৫ হাজার ৭৪০ পিস ইয়াবাসহ ২ জন রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-১৫)।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকাল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া পালংখালী ইউনিয়নের বালুখালী কাস্টমস চেকপোষ্ট এলাকায় অভিযান পরিচালনা করে বালুখালী ক্যাম্প-১২ এর এইচ-১৭ ব্লকের পিতা মোঃ ওসমানের ছেলে মোঃ জুনাইদ (২৩) ও ক্যাম্প-১১ এর ই-২ এর মৃত জিয়াউল হোসেনের ছেলে মোঃ এহসান (১৯) এর দেহ তল্লাশি করে সর্বমোট ৫ হাজার ৭৪০ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব-১৫। পরে তাদেরকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ২৮ লক্ষ ৭০ হাজার টাকা।

বুধবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় ইয়াবা উদ্ধার ও দুই রোহিঙ্গা মাদক কারবারি আটকের বিষয় নিশ্চিত করেন র‌্যাব-১৫ কক্সবাজার এর সহকারি পরিচালক এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী৷

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদক সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আটক, ইয়াবা, উখিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন