parbattanews

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে থেকে ইয়াবা ও ৬ রাউন্ড গুলিসহ রোহিঙ্গা গ্রেপ্তার

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ১৪ এপিবিএন পুলিশের অভিযানে ১৫ হাজার ইয়াবা ও ৬ রাউন্ড গুলিসহ দ্বীন ইসলাম (৫৬) নামের এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে।মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোর ৪ টার দিকে কুতুপালং ৭ নং ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক নাঈমুল হক পিপিএম জানান, রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কুতুপালং ৭ নং ক্যাম্পের এ ব্লকের বসবাসকৃত দ্বীন ইসলাম (৫৬)বসত ঘরে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র সহ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) এবং পুলিশ পরিদর্শক (নিঃ) এস এম মাহবুব উল আলমের নেতৃত্বে এসআই (নিঃ)/১৪০৪৭ মো. আরিফুর রহমান, এএসআই (নিঃ)/১৪১২৪ মো. মিজানুর রহমান মোবাইল টিম নিয়ে ঘটনাস্থলে বিশেষ অভিযান পরিচালনা করে জম্মুলোক এর ছেলে দ্বীন ইসলাম (৫৬) কে গ্রেপ্তার করা হয়।

এসময় ঘরে তল্লাশী কালে কালো রংয়ের পলিথিন ব্যাগে লোকায়িত ৮টি নীল রংয়ের জিপার প্যাকেটে পনের হাজার ইয়াবা ও ৬ রাউন্ড তাজা গুলিসহ দ্বীন ইসলাম (৫৬) কে গ্রেফতার পূর্বক ক্যাম্প হেফাজতে নিয়ে আসা হয়।

তিনি আরও জানান,জব্দকৃত ইয়াবা ও গুলিসহ গ্রেফতারকৃত রোহিঙ্গার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Exit mobile version