parbattanews

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরসার শীর্ষ কমান্ডার গ্রেফতার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার শীর্ষ সন্ত্রাসী, চাঞ্চল্যকর সিক্স মার্ডারসহ অর্ধডজন হত্যা মামলা, অস্ত্র মামলা ও অন্যান্য মামলার আসামি সাব্বির আহমেদ ওরফে লালু(৩০) কে একটি অবৈধ ওয়াকিটকি সেটসহ গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)।

রবিবার (১১ জুন) রাতে উখিয়ার ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক সাব্বির আহমেদ ওরফে লালু ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকের আব্দুল মোতালেবের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (ইন্টেলিজেন্স ও মিডিয়া) মো. ফারুক আহমেদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম/১৯ ব্লকে হারুনের বসতঘরের সামনে শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে এপিবিএনের সদস্যরা সাব্বির আহমেদ ওরফে লালুকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে একটি অবৈধ ওয়াকিটকি উদ্ধার করা হয়।

আটক আসামিকে উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য, ২০২১ সালে ২২ অক্টোবর রাতে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের দারুল উলুম নদওয়াতুল ওলামা আল ইসলামিয়া মাদ্রাসায় ছয়জনকে হত্যার ঘটনা ঘটে। এর আগে ২৯ সেপ্টেম্বর রাতে কুতুপালং ক্যাম্পে নিজ কার্যালয়ে গুলিতে হত্যা করা হয় আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মুহিবুল্লাহকে।

Exit mobile version