parbattanews

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মা-মেয়ে নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভারী বর্ষণে পাহাড় ধসে মা মেয়ে নিহত হয়েছে।

সোমবার (৭ আগস্ট), বিকাল সাড়ে ৫টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ৯ নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, উখিয়ার বালুখালী ৯ নম্বর ক্যাম্পের এ/৬ ব্লকের আনোয়ার ইসলামের স্ত্রী জান্নাত আরা (২৮) ও শিশু কন্যা মাহিম (২)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, অব্যাহত বৃষ্টির কারণে আনোয়ারের ঘরের উপর পাহাড় ধসে পড়লে এসময় মাটি চাপা পড়ে ঘরে থাকা তাঁর স্ত্রী ও সন্তান।

পরে, স্থানীয় রোহিঙ্গারা খবর দিলে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেন, ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মো. আমির জাফর, (বিপিএম)।

তিনি বলেন, অব্যাহত বর্ষণে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে নিহত মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে, সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

তিনি আরও জানান, কয়েকটি ক্যাম্প প্লাবিত হলেও এটি ছাড়া এখন পর্যন্ত আর কোন হতাহতের ঘটনা ঘটেনি।

Exit mobile version