parbattanews

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে করোনায় এক জনের মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে করোনায় ৭১ বছর বয়সী এক বৃদ্ধ রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

সোমবার (১ জুন) দিবাগত রাতে ক্যাম্পের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় এই বৃদ্ধের মৃত্যু হয়।

এই বৃদ্ধই করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম রোহিঙ্গা। রোহিঙ্গা ক্যাম্পে এ পর্যন্ত ৩২ জন রোহিঙ্গার করোনা পজিটিভ পাওয়া গেছে।

অবশ্যই এর আগে করোনা উপসর্গে মুশফিক নামের এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। সে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ছিল।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা এম আর এইচ ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইতোমধ্যে বেশ কয়েকজন রোহিঙ্গা করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বিভিন্ন বয়সের রয়েছে। তাদেরকে ক্যাম্পের আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধ মারা যান।

Exit mobile version