parbattanews

উখিয়ার ৫ ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল

আগামী ১১নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মনোনয়পত্র দাখিলের শেষ দিন রোববার উখিয়ায় ৫ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ৫ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকের প্রার্থী ৫জন ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ২৬ জন চেয়ারম্যান প্রার্থী। সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫৭ জন এবং সাধারণ সদস্য পদে ২৯৯ জন মনোনয়ন দাখিল করেছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার ইরফান উদ্দিন।

তৎমধ্যে রাজাপালং নৌকা প্রতীকের ১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা ১ জন, স্বতন্ত্র প্রার্থী ২ জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮  জন, সাধারণ সদস্য পদে ৬২ জন।

জালিয়া পালং ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের ১জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা ১ জন, স্বতন্ত্র প্রার্থী ৯ জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন, সাধারণ সদস্য পদে ৫১ জন।

পালংখালী ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের ১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা ১ জন, স্বতন্ত্র প্রার্থী  ৫ জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন, সাধারণ সদস্য পদে ৬৮ জন।

হলদিয়া পালং ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের ১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা ১ জন, স্বতন্ত্র প্রার্থী ৭ জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন, সাধারণ সদস্য পদে ৭১ জন।

রত্নাপালং ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের ১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা ১ জন, স্বতন্ত্র প্রার্থী ৩ জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন, সাধারণ সদস্য পদে ৪৭ জন।

মনোনয়নপত্র দাখিল শেষে নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী দাবি করে রাজাপালং ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, তিনি আবারও জনগণের ভোটে বিপুল ব্যবধানে জয়লাভ করবেন।

রাজাপালং ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সাদমান জামী চৌধুরী বলেন, সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে ৭৫% ভোট পেয়ে তিনি নির্বাচিত হবেন৷

পালং খালী ইউনিয়নের নৌকা প্রার্থী এম এ মঞ্জুর বলেন, উন্নয়নের প্রতীক নৌকা নিয়ে তিনি এবার চেয়ারম্যান নির্বাচিত হবেন।

পালংখালী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী এম গফুর উদ্দিন চৌধরী বলেন, তিনি দীর্ঘিদন যাবৎ চেয়ারম্যান হিসেবে নয়, জনগণের খাদেম হিসেবে কাজ করে গেছেন। জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের মধ্যদিয়ে তিনি আবারো চেয়ারম্যান নির্বাচিত হবেন বলে শতভাগ আশাবাদী।

রত্নাপালং ইউনিয়নের নৌকার প্রার্থী নুরুল হুদা বলেন সকল লোভ লালসার উর্ধ্বে উঠে জনগণ তাকে ভোট দেবেন৷ এভাবে প্রত্যেক প্রার্থী জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করতে দেখা যায়।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা ইরফান উদ্দিন বলেন, মনোনয়নের শেষ দিন পর্যন্ত ৫ ইউনিয়নে ৩৬ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে ৫৭ জন এবং সাধারণ সদস্য পদে ২৯৯ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

তিনি আরও বলেন, আগামী ২১ অক্টোবর মনোনয়ন যাচাই-বাছাই ২১ অক্টোবর, আপিল ২৪ অক্টোবর, প্রত্যাহার ২৭ অক্টোবর এবং ভোট গ্রহণ ১১ নভেম্বর।

Exit mobile version