উখিয়ায় অন্ধ পরিবারের পাশে উপজেলা প্রশাসন

fec-image

মানবতার প্রসারে যেন থেমে নেই উখিয়া উপজেলা প্রশাসনের কার্যক্রম। একের পর এক মানবতার সেবায় প্রধানমন্ত্রী নির্দেশ পালনে চষে বেড়াচ্ছেন ইউএনও নিকারুজ্জামান চৌধুরীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উখিয়ার প্রত্যন্ত অঞ্চলে।

এরই ধারাবাহিকতায় শনিবার (২৫ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরীর নির্দেশে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন নিজেই উখিয়ার রত্নাপালং’র অন্ধ পরিবারের মাঝে এবার সৌর বিদ্যুৎ স্থাপন করে দিয়েছেন বলে জানা গেছ।

উল্লেখ্য, উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্না ৯নং ওয়ার্ডের বাসিন্দা মো. জামালের দৃষ্টিপ্রতিবন্ধী পরিবার করোনা পরিস্থিতিতে অসহায় অবস্থায় অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছিল।

খবর পেয়ে বুধবার উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার মরজু নিজেই রত্নাপালং ইউনিয়নের পশ্চিমরত্না এসে দৃষ্টিপ্রতিবন্ধী জামালের পরিবারের খোঁজখবর নিয়ে সহায়তার আশ্বাস ও পরিবারের ৮জন দৃষ্টিপ্রতিবন্ধীর সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। এসময় ৮ সদস্যের অন্ধ পরিবারের জন্য এক মাসের খাদ্যসামগ্রী নিয়ে যান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উখিয়ায়, উপজেলা প্রশাসন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন