parbattanews

উখিয়ায় অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান, ৩৯ হাজার টাকা অর্থদণ্ড

কক্সবাজারে উখিয়ার ব্যস্ততম স্টেশন কোটবাজার সড়কের উপর থেকে অবৈধ স্থাপনা এবং ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ এর নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল এহসান খান ও উখিয়া থানার ওসি আহম্মদ সঞ্জুর মোরশেদ।

অভিযান পরিচালনাকালে ইউএনও বলেন, কোটি কোটি টাকা ব্যয়ে কক্সবাজার-টেকনাফ সড়ক প্রশস্থকরণ ও সংস্কার হয়। তবুও সড়কের দুপাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা ও যত্রযত্র পার্কিংয়ের কারণে প্রতিনিয়ত যানজট লেগে থাকে।

এর আগেও অনেকবার ফুটপাত দখলকারীদের উচ্ছেদের নোটিশ দেয়া হয়েছিল। এসব প্রতিরোধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এসময় মোবাইল কোর্টের মাধ্যমে ১৪ জনকে ৩৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে ইউএনও জানান। জনদূর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ।

Exit mobile version